Select Page

ফার্স্টলুক পোস্টারে দুর্ধর্ষ ‘সুপার হিরো’ শাকিব খান

ফার্স্টলুক পোস্টারে দুর্ধর্ষ ‘সুপার হিরো’ শাকিব খান


এসে গেল আশিকুর রহমান পরিচালিত নতুন সিনেমা ‘সুপার হিরো’র ফার্স্টলুকে পোস্টার। সেখানে দুর্ধর্ষ এক নায়ক রূপে হাজির হলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

নীল ব্যাকগ্রাউন্ডে নকশা করা পোস্টারে শাকিবকে দেখা গেল কোনো একটি বাহিনির কালো আউটফিটে। মাথায় কালো হেলমেট, চোখে সানগ্লাস আর হাতে একই রকম অস্ত্র। এমন দৃঢ় প্রতিজ্ঞ চেহারায় তাকে আগে খুব একটা দেখা যায়নি, আর আউটফিটে তো নয়ই।

পোস্টারে আরো দেখা যাচ্ছে একই ধরনের পোশাকে শাকিবের সহকর্মীদের। বোঝাই যাচ্ছে কোনো একটি বিপজ্জনক মিশনে নেতৃত্ব দিচ্ছেন শাকিব।
আর আকাশে বিমান যুদ্ধ। অবশ্য শাকিবের এমন অবতার, আকাশের যুদ্ধ কী ইঙ্গিত দিচ্ছে পরিস্কার নয়। একটা কি যুদ্ধের দৃশ্য? শিগগিরই তার খোলাসা হবে।

‘সুপার হিরো’র লোকেশনের তালিকায় আছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নানান স্থান। সিনেমাটি প্রযোজনা করেছেন হার্টবিট প্রডাকশন। মুক্তি পাবে ঈদুল ফিতরে।‘সুপার হিরো’র শাকিবের নায়িকা শবনম বুবলি। বর্তমানে শুটিংয়ের শেষ পর্যায়ে রয়েছে সিনেমাটি। পাশাপাশি চলছে সম্পাদনা।


Leave a reply