Select Page

ফুল ফুটছে

ফুল ফুটছে

image_42115প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ তার চলচ্চিত্র ‘কাগজের ফুল’ ছবির আউটডোর লোকেশন দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছিলেন। তারেক মাসুদের মৃত্যুতে চলচ্চিত্রটির নির্মান বন্ধ হয়ে যাওয়ার আশংকা দূর করে সরকারী অনুদান দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। অনুদানের অর্থে তারেক মাসুদের স্ত্রী চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ ছবিটি নির্মান করবেন। তথ্য মন্ত্রনালয় নগদ এবং এফডিসি-র সুযোগ সুবিধাসহ প্রায় ৩৫ লাখ টাকা অনুদান দেবে। ক্যাথরিন মাসুদ এখন ছবির শিল্পী কলাকুশলী মনোনয়নে মনযোগ দিচ্ছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares