Select Page

ফেসবুকে বাংলা চলচ্চিত্রকেন্দ্রিক গ্রুপের বিরুদ্ধে জাজ মাল্টিমিডিয়া

ফেসবুক ভিত্তিক বিভিন্ন বাংলা চলচ্চিত্রকেন্দ্রিক গ্রুপগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আগামী ঈদে মুক্তিপ্রতিক্ষীত চলচ্চিত্র ‘ভালোবাসা আজকাল’ সংক্রান্ত জাজ মাল্টিমিডিয়ার বিভিন্ন পদক্ষেপ ফেসবুকে বাংলাদেশী চলচ্চিত্র কেন্দ্রিক এ সকল গ্রুপগুলোর পরিচালকদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে।

ফেসবুকভিত্তিক এ গ্রুপ ও পেইজগুলোর মধ্যে রয়েছে ঢালিউড রিপোর্ট, বাংলা চলচ্চিত্র, শাকিব খান অফিসিয়াল পেইজ, শাকিব খান, ঢালিউড২৪ ডট কম, ঢালিউড মুভি বাজার, ঢালিউড প্রতিদিন, ঢালিউড সিনেমা ইত্যাদি সহ আরও ৮-১০ টি গ্রুপ ও পেইজ।

জানা গেছে, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও পরিবেশিত এবং পি এ কাজল পরিচালিত চলচ্চিত্র ভালোবাসা আজকাল চলচ্চিত্রের বিভিন্ন প্রোডাকশন স্টিল গ্রুপ এবং পেজগুলোতে প্রকাশ করে ছবিটির প্রচারণা চালানো হয়। স্বেচ্ছাসেবী এবং বাংলাদেশী চলচ্চিত্রপ্রেমী এ সকল গ্রুপগুলো বাংলাদেশী চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থেই এ প্রচারণা চালিয়ে থাকে। গত শুক্রবার জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী শীষ মনোয়ারের ফেসবুক আইডি থেকে এ সকল পেজ ও গ্রুপে পোস্টকৃত বিভিন্ন ছবির মেধাস্বত্ব রিপোর্ট করা হলে ছবিগুলো মুছে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। বিভিন্ন গ্রুপ ও পেইজ অ্যাডমিনবৃন্দ এর প্রতিবাদ করলে শীষ মনোয়ারের পক্ষ থেকে জানানো হয় – তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণে এ সকল ছবি মুছে যাওয়ার কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন। এদিকে গতকাল ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রের আরও কিছু ছবি সম্পর্কে রিপোর্ট করার কারণে বিভিন্ন পেইজ এবং গ্রুপের প্রায় বিশজন অ্যাডমিন ফেসবুকে ‘ব্লকড’ অবস্থায় আছেন।

ফেসবুক আইডি হ্যাক হবার প্রসঙ্গে বাংলা চলচ্চিত্র গ্রুপের অ্যাডমিন অন্তর রায় প্রশ্ন তুলেছেন – হ্যাকার শুধু বেছে বেছে বাংলা চলচ্চিত্র পেজগুলোতে কেন রিপোর্ট করেছে? শীষ মনোয়ার এর দায়ভার এড়াতে পারেন না বলে তিনি মত প্রকাশ করেন।

বিভিন্ন অ্যাডমিন এ প্রসঙ্গে বাংলা মুভি ডেটাবেজকে বলেন – গ্রুপ ও পেজগুলো যেহেতু ঈদে মুক্তিপ্রতিক্ষীত তিনটি চলচ্চিত্রেরই প্রচারণা চালাচ্ছে, তাই অন্য চলচ্চিত্রগুলোর প্রচারণায় বাধা দেয়ার উদ্দেশ্যে এ কাজ করে থাকতে পারে জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ। মুছে দেয়া ছবিগুলো প্রসঙ্গে একজন অ্যাডমিন জানিয়েছেন – অভিনেত্রী মাহিয়া মাহীর অপেক্ষাকৃত খোলামেলা ছবিগুলো সম্পর্কেই রিপোর্ট করা হয়েছে। ঢালিউড রিপোর্ট পেইজের অ্যাডমিন আহমেদ জামান শিমুল বলেন, এর আগে পরিচালক দেবাশীষ বিশ্বাসের অনুরোধে সাড়া দিয়ে আমরা ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রের কিছু গান নিজেরাই মুছে ফেলেছি। জাজ মাল্টিমিডিয়া সরাসরি রিপোর্ট করার আগে আমাদেরকে জানালে এক্ষেত্রেও আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারতাম। তিনি জাজের এ কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশী চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকেই আমরা গ্রুপ এবং পেইজগুলো পরিচালনা করি, চলচ্চিত্রের ক্ষতি করার উদ্দেশ্যে নয়।‌

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার শীষ মনোয়ার এ প্রসঙ্গে কিছু প্রকাশ করেন নি, তবে – বাংলা চলচ্চিত্র সহ আরও কিছু গ্রুপ জাজের পক্ষ থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত জাজ মাল্টিমিডিয়ার কোন ছবির প্রচারণা করবেন না বলে জানিয়েছেন।


৩ টি মন্তব্য

  1. শুধু তিন দিনের জন্য ব্লক না বেশ কয়েক জন স্থায়ী ব্লক খেয়েছেন । তার আইডি ফিরে পাবার জন্য ন্যাশনাল আইডি/স্কুল বা কলেজের সার্ফিকেট/ চাকরির আইডি/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ বিয়ের সার্ফিকেট ইত্যাদি-র যেকোন একটার স্ক্যান কপি দেবার জন্য বলছে । আমি নিজে তিন দিনের ব্লক

  2. আজব কাজ কারবার দেখা যাচ্ছে 🙁

    আর যদি আইডি হ্যাক হয়ে থাকে তাহলে পরপর কয়বার হ্যাক হয় ? নিজেদেরকে আরেকবার হাস্যম্পদ প্রমাণিত করলো এরা -_-

মন্তব্য করুন