Select Page

বক্স অফিস : ‘পলকে পলকে তোমাকে চাই’র লগ্নি ফেরতের আশা

বক্স অফিস : ‘পলকে পলকে তোমাকে চাই’র লগ্নি ফেরতের আশা

ঢালিউডে একে তো সিনেমা কম মুক্তি পাচ্ছে, তাও আবার বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। এমন সময় লগ্নি ফেরতের আশা করছেন নির্মাতা শাহনেওয়াজ শানু। তার ‘পলকে পলকে তোমাকে চাই’ মুক্তি পেয়েছে সপ্তাহ দেড়েক আগে।

কোনো ধরনের প্রচারণা ছাড়াই সেন্সর সনদের চারদিনের মাথায় মুক্তি পায় বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’। দ্বিতীয় সপ্তাহেও সারাদেশে ৪৩টি সিনেমা হলে চলছে। শাহনেওয়াজ শানু জানান, পয়লা বৈশাখের প্রথম ও দ্বিতীয়দিন এবং তার আগের দিন শুক্রবার থাকায় টানা তিনদিন সারাদেশের হলগুলোতে ভালো দর্শক হয়েছে।

কালের কণ্ঠকে শানু বলেন, ‘আমরা এই ছবিটির জন্য সেন্সর পর্যন্ত এক কোটি দুই লাখ টাকা খরচ করেছিলাম। মুক্তির সময় আরো ১৬ লাখ। মোট এক কোটি ১৮ লাখ টাকা খরচ হয়েছে। এর মধ্যে প্রথম সপ্তাহে ক্যাশ পেয়েছি ৪৭ লাখ টাকা। কিছু সিনেমা হলে আমরা শেয়ারে দিয়েছিলাম সেখান থেকে পেয়েছি ১৫ লাখ টাকা। এ ছাড়া ইউটিউব থেকে পেয়েছি ১০ লাখ, আর অডিও থেকে পাঁচ লাখ। মোট ৭৭ লাখ টাকা গেল সপ্তাহে এসেছে। বৈশাখ উপলক্ষে ৪৩টি সিনেমা হল থেকে আরো ২০ লাখ টাকা পেয়েছি। বেশ কিছু সিনেমা হলে শেয়ারে দিয়েছি। আশা করি, এক মাসের মধ্যে আমরা ছবির পুঁজি ফেরত পাব লাভসহ।‘

উল্লেখ বাংলাদেশে সিনেমার ব্যবসা নির্ধারণের কোনো স্বীকৃত বক্স অফিস নেই। তাই আয়ের হিসেবে নির্ভর করতে হয় নির্মাতা-প্রযোজকের বক্তব্যের উপর। তবে শোনা যাচ্ছে, ‘পলকে পলকে তোমাকে চাই’র নির্মাণ দুবর্ল হলেও মাহি-বাপ্পীর টানে হলে ভিড় করছে নিয়মিত দর্শক।


Leave a reply