Select Page

বন্দরনগরীর চকবাজারে স্টার সিনেপ্লেক্স

বন্দরনগরীর চকবাজারে স্টার সিনেপ্লেক্স

বন্দরনগরীর সিনে দর্শকদের জন্য সুখবর। দেশের প্রথম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স চট্টগ্রামে তাদের শাখা চালু করতে যাচ্ছে। শহরটির চকবাজার এলাকার নবাব সিরাজুদ্দিন রোডের ‘বালি আর্কেড শপিং কমপ্লেক্স’-এ হবে শাখাটি।


স্টার সিনেপ্লেক্স গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন শাখা খোলার ব্যাপারটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নতুন শাখা চালু উপলক্ষ্যে দ্য ক্যাসাব্লানসার সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বর্তমানে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, একেএস টাওয়ার ও সনি স্কয়ারে। নির্মাণাধীন রয়েছে বগুড়া ও রাজশাহী শাখা। চট্টগ্রামের শাখাটি হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির সপ্তম শাখা। শাখাগুলো আগামী বছরেই চালু করা হবে।

২০০৪ সালের ৮ অক্টোবর পান্থপথের বসুন্ধরা সিটিতে ৩ স্ক্রিণ নিয়ে চালু হয় দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। শুরু থেকেই তরুণ প্রজন্ম ও রুচিশীল দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে সিনেমা হলটি।


মন্তব্য করুন