Select Page

বন্ধ হচ্ছে রাজশাহীর উপহারও

বন্ধ হচ্ছে রাজশাহীর উপহারও

# উপহার রাজশাহী মহানগরীর একমাত্র হল
# প্রেক্ষাগৃহটি বন্ধ হচ্ছে ১২ অক্টোবর
# জায়গাটি বিক্রি হয়েছে ১০ কোটি টাকায়
# সিনেমা হল নিয়ে আগ্রহ নেই নতুন মালিকের
# রোজগার নিয়ে শঙ্কিত কর্মচারীরা

রাজশাহী মহানগরীর সর্বশেষ সিনেমা হল ‘উপহার’ যোগ দিচ্ছে বন্ধের মিছিলে। আগামী ১২ অক্টোবর এ হলটি বন্ধ হয়ে যাচ্ছে বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। জানিয়ে দেওয়া হয়েছে কর্মচারীদেরও।

বর্তমানে উপহার সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে শাকিব খান, নুসরাত, সায়ন্তিকা অভিনীত ‘নাকাব’ ছবিটি। ১১ অক্টোবর পর্যন্ত চলবে ছবিটি। এ সিনেমা প্রদর্শনের মধ্যে দিয়েই শেষ হচ্ছে ঐতিহ্যবাহী সিনেমা হল ‘উপহার’ এর পথ চলা। ‘নাকাব’ সিনেমাটি হতে যাচ্ছে উপহার সিনেমা হলের শেষ সিনেমা।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মচারী জানান, সিনেমা হলের মালিক ঢাকায় থাকেন। সম্প্রতি সিনেমা হলটি জায়গাসহ ১০ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন। নতুন মালিক আর সিনেমা হল রাখবেন না।

এদিকে উপহার সিনেমা হলটি বন্ধ হয়ে যাওয়ার সংবাদে হতাশা নেমে এসেছে নগরীর সিনেমাপ্রেমীদের মাঝে। শুধু তাই না সেখানে কর্মরত কর্মচারীরাও অন্ধকার দেখছে। উপহার সিনেমা কর্মচারী লিটন আরো জানান, দীর্ঘদিন ধরে হলটির সঙ্গে তাদের জীবন জড়িয়ে আছে। অনেকেই হলটি ঘিরে জীবিকা নির্বাহ করে। জীবনের এই সময় এসে যদি হলটি বন্ধ হয়ে যায় তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে।

রাজশাহীর ২৫টি সিনেমা হলের ২৪টিই এখন বন্ধ। রাজশাহীর একমাত্র ‘উপহার’ সিনেমা হলটি মহানগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত। হলটি বেশ পুরনো, এটি নির্মিত হয় ১৯৮৫ সালে।

সূত্র : পদ্মা টাইমস


মন্তব্য করুন