Select Page

বন্যায় পিছিয়ে গেল ‘আয়নাবাজি’

বন্যায় পিছিয়ে গেল ‘আয়নাবাজি’

aynabaji

আগস্টের যে কোনো শুক্রবার ‘আয়নাবাজি’ মুক্তি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন এর পরিচালক অমিতাভ রেজা

যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পরও মুক্তি দেয়া হচ্ছে না ছবিটি। দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় ভেসে গেছে। মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য মানুষ। এমন অসময়ে সার্বিক বিবেচনায় ছবিটির মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে বলে জানালেন অমিতাভ রেজা।

তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘মানুষের বিনোদনের জন্যই এই ছবিটি বানানো হয়েছে। কিন্তু বতর্মানে দেশের নানা অঞ্চলে বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে আয়নাবাজিকে এ মাসে মুক্তি দেয়া হচ্ছে না। আগামী কোরবানির ঈদের পর মুক্তি দেয়া হবে ছবিটি। ’

ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীনাবিলা


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares