Select Page

ববিতা এখন কোথায়?

ববিতা এখন কোথায়?

06.-babita_47293

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা কয়েক বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে আছেন। তাকে নিয়ে দর্শক-ভক্তদের আগ্রহ এখনো কম নয়। তাই তারা জানতে চান ববিতা কোথায় আছেন, কেমন আছেন? ভক্তদের আগ্রহ আমলে নিয়ে পত্রিকাগুলো ববিতার খবরও ছাপেন। মজার বিষয় হলো, এবার একই দিনে দুটি ভিন্ন পত্রিকার একটি জানালো ববিতা দেশে আছেন, আরেকটি জানালো কানাডায় আছেন!

১৮ জুন কালের কন্ঠে প্রকাশিত এক রিপোর্টে দেখা যায় সম্প্রতি দেশে ফিরেছেন ববিতা। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, “সব নির্মাতাকে আমি এক করে দেখতে চাই না। এখনকার কয়েকজন মেধাবী পরিচালকও আছেন। এখন থেকে বেছে বেছে সেই পরিচালকদের কাজ করতে চাই। সর্বশেষ শাহীন সুমনের ‘খোদার পরে মা’ ছবিতে অভিনয় করে ভালো লেগেছিল। ছবিটি অনেক শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। এ রকম গুরুত্বপূর্ণ চরিত্র পেলে কাজ করতে আপত্তি নেই।”

অন্যদিকে, যুগান্তরে ববিতার রোজা পালন নিয়ে তৈরি প্রতিবেদনে দেখা যায়, তিনি কানাডা রোজা পালন করবেন। সেখানে জানানো হয়, ববিতা এই মুহূর্তে কানাডা আছেন তার ছেলে অনিকের কাছে। সেখানেই তিনি রোজা পালন করবেন। এরই মধ্যে রোজা রাখার সব ধরনের প্রস্তুতিও তিনি সম্পন্ন করেছেন। কানাডায় ছেলের বাসার কাছেই সুপার স্টোর থেকে নানা ধরনের বাজারও করেছেন তিনি।

নতুন সিনেমা প্রসঙ্গে সেখানে বলেন, ‘এটা আসলে নিশ্চিত নয়। হয় তো দেখা যেতে পারে। আবার নাও যেতে পারে। কারণ ডিজিটাল চলচ্চিত্রে কাজ করার আগ্রহ আমার এখনও জন্মায়নি। ভালো গল্পে কাজ করার সুযোগও পাচ্ছি না। মূল কথা, ভালো গল্প যা আমাদের মতো শিল্পীদের নিয়ে হওয়া উচিত তা এখানে নির্মিত হচ্ছে না। তাই কাজ করার আগ্রহ একেবারেই কমে গেছে। সিনিয়র শিল্পীদের যথাযথ সম্মান দিয়ে প্রযোজক-পরিচালকদের কাজ করা উচিত।’

সব মিলিয়ে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রীর খবর প্রকাশে আরেকটু মনোযোগিতা আশা করে দর্শক।

 


মন্তব্য করুন