Select Page

বয়কটে বিপর্যস্ত ইসরায়েলি উৎসবে বাংলাদেশের ‘বালুর নগরীতে’

বয়কটে বিপর্যস্ত ইসরায়েলি উৎসবে বাংলাদেশের ‘বালুর নগরীতে’

মাহদী হাসান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বালুর নগরীতে’। সিনেমাটিল ফেস্টিভ্যাল জার্নি শুরু হয়েছে চেক প্রজাতন্ত্রের কার্লভি ভারি উৎসবের মাধ্যমে। সম্মানজনক এ আসরে প্রক্সিমা গ্র্যান্ড পিক্স পুরস্কার জিতে নিয়েছে ‘বালুর নগরীতে’

ফিলিস্তিনের ওপর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে ৮ সেপ্টেম্বর একযোগে ইসরায়েলের সঙ্গে যুক্ত ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন না বলে জানান ১ হাজার ২০০ চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী। কয়েক দিনের মধ্যেই এ তালিকা আরও দীর্ঘ হয়েছে। সব মিলিয়ে প্রায় চার হাজার শিল্পী এবং নির্মাতা একজোট হয়েছেন ইসরায়েলি সিনেমা বয়কটের সিদ্ধান্তে। তাদের মধ্যে অনেকে আছেন, যাঁরা অস্কার, বাফটা, এমি, পাম দ্য’রসহ বিভিন্ন পুরস্কার বিজয়ী।

ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন নামের সংগঠনের ব্যানারে শিল্পীরা ঘোষণা দেন, ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় থেকে বিরত থাকার পাশাপাশি দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশ নেবেন না তারা। ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ বা তেল আবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ উৎসবে দেখা যাবে না এসব শিল্পীকে। থাকবে না তাদের নির্মিত কিংবা অভিনীত কোনো সিনেমা।

বয়কটের তালিকায় থাকা হাইফা ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘বালুর নগরীতে’ বা ‘স্যান্ড সিটি’। বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মাহদী হাসান। তিনি জানান, উৎসবের প্রতিযোগিতা বিভাগ গোল্ডেন অ্যাংকরে প্রদর্শিত হবে ‘বালুর নগরীতে’।

এবারের উৎসব প্রসঙ্গে হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ বলছে, আমাদের অঞ্চলের কঠিন ও চ্যালেঞ্জিং এ সময়ে আমরা দৃঢ়ভাবে মনে করি, উৎসব আয়োজন এবং চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতাদের সমর্থন করা অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি শিল্পের একটি চিকিৎসামূলক ভূমিকা আছে এবং তাই এই অন্ধকার সময়ে আমরা এটিকে একটি যথোপযুক্ত মঞ্চ দেওয়ার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। হাইফা শহর সবসময় সহাবস্থান, সহনশীলতা এবং শান্তির জায়গা হয়ে এসেছে—যে মূল্যবোধগুলো হাইফা ফিল্ম ফেস্টিভ্যাল আন্তরিকভাবে লালন করে এবং প্রচার করে, বিশেষত এই সময়ে।

মাহদী হাসান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বালুর নগরীতে’। সিনেমাটিল ফেস্টিভ্যাল জার্নি শুরু হয়েছে চেক প্রজাতন্ত্রের কার্লভি ভারি উৎসবের মাধ্যমে। সম্মানজনক এ আসরে প্রক্সিমা গ্র্যান্ড পিক্স পুরস্কার জিতে নিয়েছে ‘বালুর নগরীতে’।

উল্লেখ যে ফিলিস্তিনের ওপর দখলদারত্বের কারণে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তৃতাকালে আরো বিশ্বনেতাদের সঙ্গে ওয়াকআউটে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।


Leave a reply