Select Page

বাংলাদেশি কনটেন্ট ফ্রি দেখানোর পর সালমান খানের সিনেমার দাম ৭২০ টাকা

বাংলাদেশি কনটেন্ট ফ্রি দেখানোর পর সালমান খানের সিনেমার দাম ৭২০ টাকা

মাইনকার চিপায়, কনট্রাক্ট, যদি তবু কিন্তু-মগ আরও কিছু কনটেন্ট এতদিন ফ্রি দেখিয়েছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভ। এ তালিকায় সামনে আরও কিছু সিরিজ রয়েছে। তবে এবার টাকা দিয়ে দেখতে হবে ভারতীয় সিনেমা।

আগেও টাকা দিয়ে দেখার সুযোগ ছিল জি ফাইভের অনুষ্ঠান। আর বাংলাদেশি দর্শকের সামনে আনা হয়েছিল বিনামূল্যে দেখার বিষয়টি। আর সালমান খানের সিনেমার জন্য দাম দেওয়া বিষয়টি সরাসরি সামনে এলো।

প্রেস বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো একে সুখবর আকারেই প্রচার করছে।

বলা হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশে সিনেমা হলে মুক্তির পর ছবিটি জিফাইভে মুক্তি দেওয়া হবে। কিন্তু বাংলাদেশি দর্শকরা তারও আগে বৃহস্পতিবার (১৩ মে) থেকে এটি দেখতে পারবেন।

জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে সবসময় অগ্রাধিকার পায়। আমাদের লক্ষ্য, সবচেয়ে বড় ব্লকবাস্টার ও সেরা অফার নিয়ে দেশের প্রত্যেক অনলাইন স্ক্রিনে পৌঁছানো যাতে মানুষ এ কনটেন্ট উপভোগ করতে পারেন। ঈদ উপলক্ষে বাংলাদেশি দর্শকদের জন্য জিফাইভে ছবিটি মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত।’

ছবিটিতে পুলিশ কর্মকর্তা হিসেবে অভিনয় করেছেন সালমান খান। তার নামও রাধে। আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, রনদীপ হুদা ও দিশা পাটানি।

এ দিকে ঈদুল ফিতর উপলক্ষে দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো একাধিক আয়োজন রাখলেও ভারতীয় প্ল্যাটফর্ম জি ফাইভ ও হৈচৈ বাংলাদেশি নতুন কোনো কনটেন্ট রাখেনি।


মন্তব্য করুন