Select Page

বাংলাদেশের ৩৯, ভারতের ৩৪ হলে ‘ডুব’

বাংলাদেশের ৩৯, ভারতের ৩৪ হলে ‘ডুব’

অবশেষে চলে এলো মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’-এর চূড়ান্ত হল তালিকা। এতে দেখা গেল বাংলাদেশের ৩৯ ও ভারতের ৩৪টি প্রেক্ষাগৃহে ২৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। পাশাপাশি মুক্তি পাবে অস্ট্রেলিয়ায়। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, মালয়েশিয়া ও অন্যান্য দেশের তালিকা শিগগিরই প্রকাশ হবে।

তালিকায় থাকা ঢাকার হল হলো– বলাকা, মধুমিতা, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, চিত্রামহল, সেনা, ফ্যান্টাসি ও সনি।

ঢাকার বাইরের সিনেমা হলগুলো হচ্ছে- সাভার সেনা অডিটোরিয়াম, নায়ণগঞ্জের নিউ মেট্ট্রো, টঙ্গীর চম্পকলি, জয়দেবপুরের বর্ষা, ডেমরার রানীমহল, যশোরের মনিহার, চট্টগ্রামের আলমাস, খুলনার শঙ্খ ও চিত্রালী, বরিশালের অভিরুচি, ময়মনসিংহের ছায়াবানী, সিলেটের নন্দিতা, রংপুরের শাপলা, পাবনার রূপকথা, মুক্তারপুরের পান্না, বগুড়ার সোনিয়া, দিনাজপুরের মডার্ন, সিরাজগঞ্জের মমতাজ, জামালপুরের মনোয়ার, কুষ্টিয়ার বনানী, টাঙ্গাইলের কেয়া, নেত্রকোনার হিরামন,কিশোরগঞ্জের মানসী, ফরিদপুরের বনলতা, ঝিনাইদহের প্রিয়া, নীলফামারির মমতাজমহল, মধুপুরের কল্লোল, কালিগঞ্জের ছন্দা, কুমিল্লা ক্যান্টমেন্টের গ্যারিসন ও ঈশ্বরদির রাজু।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় কলকাতার কোয়েস্ট মল আইনক্সে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান ও কলকাতার পার্ণমিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা রোকেয়া প্রাচী। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ। ছবিটির সহ-প্রযোজক হিসেবে রয়েছেন ইরফান খানও।


মন্তব্য করুন