Select Page

মুক্তিপ্রতিক্ষিত ইংরেজি নামের বাংলা ছবি

গত কোরবানীর ঈদে মুক্তিপ্রাপ্ত চারটি ছবির নাম ইংরেজিতে হওয়ায় ছবির নামকরনে ইংরেজিকে নিরুৎসাহিত করে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু চলচ্চিত্র নির্মানাধীন রয়েছে যেগুলোর নাম ইংরেজিতে। এ সকল চলচ্চিত্রের কিছু সরকারী নির্দেশের আগেই নিবন্ধিত, ফলে পরিবর্তন ছাড়াই মুক্তি পাওয়ার সম্ভাবনা রাখে। বাকীগুলো সরকারের নীতিমালার তোয়াক্কা না করে নামকরণ করেছে।

এক নজরে দেখে নেয়া যাক ইংরেজি নামের কি কি বাংলা সিনেমা আগামী বছরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রয়েল অনিকের ‘গেইম‘, সাফি উদ্দিন সাফির ‘ওয়ার্নিং’, অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’, শামীম আহমেদ রনির ‘মেন্টাল’, আশিকুর রহমানের ‘গ্যাংস্টার রিটার্ন’, তন্ময় তানসেনের ‘রান আউট’, আলভী আহমেদের ‘ইউটার্ন’, সাইফ চন্দনের ‘টার্গেট’, ইস্পাহানি আরিফ জাহানের ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’, অপুর্ব রানার ‘ইনোসেন্ট লাভ’, অনন্ত জলিলের ‘দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক’, ইফতেখার আহমেদ ফাহমীর ‘টু বি কন্টিউনিউড’, ইফতেখার চৌধুরীর ‘অ্যাকশন জেসমিন’, সাফি উদ্দিন সাফির ‘ব্ল্যাকমানি’, ‘বিগ ব্রাদার’, অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’, অশোক পাতির রোমিও ভার্সেস জুলিয়েট’ আশিকুর রহমানের ‘মিশন আমেরিকা’, মারুফ আহমেদ খানের ‘মিশন আফ্রিকা’, ইফতেখার চৌধুরীর ‘ওয়ান ওয়ে’, দিলশাদুল হক শিমুলের ‘লিডার’, সাইমন তারিকের ‘ক্রাইম রোড’ এমএ রহিমের ‘মার্ডার টু’ ইত্যাদি।


মন্তব্য করুন