বাকি কাজ শেষ হলেই ঈদে ‘লিডার, আমিই বাংলাদেশ’
শোনা যাচ্ছে ঈদুল আজহায় শাকিব খান ও বুবলি অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তি পেতে যাচ্ছে। তবে এর আগে বাকি থাকা কাজ শেষ করতে হবে।
কালের কণ্ঠকে ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্সর ছাড়পত্র পেলে আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে।
প্রতিষ্ঠানটির সিইও আশিকুর রহমান বলেন, ‘ছবিটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা আছে আমাদের। তবে সেন্সর ছাড়পত্র যেহেতু পায়নি, তাই এখনো চূড়ান্ত কথা বলতে পারছি না। আর আমি দেশের বাইরে ছিলাম। এটির দায়িত্ব প্রগ্রাম ডিপার্টমেন্টের। আমি যতটুকু জানি সেন্সরের বিষয়টা বাকি আছে, সেন্সর ছাড়পত্র এসে গেলে হয়তো আমরা মুক্তি দেওয়ার উদ্যোগ নিতে পারি।’
নির্মাতা তপু খান বলেন, ‘আসলে বেঙ্গল মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করেছে। তারা যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে। হ্যাঁ, কিছু কাজ বাকি রয়েছে, উদ্যোগ নেওয়া হলে সেটুকুও সম্পন্ন হয়ে যাবে আশা করছি। শাকিব ভাইয়ের সিনেমা ঈদে মুক্তি পাওয়াটা স্বাভাবিক।’
অবশ্য কী কাজ বাকি রয়েছে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে এনটিভি অনলাইনকে পরিচালক তপু খান বলেন, ‘গল্পের শুটিং, ডাবিং, এডিটিং সব কিছুই শেষ। যতটুকু কাজ বাকি রয়েছে, সম্পন্ন করেই সিনেমটি মুক্তি দেওয়া হবে।’
‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা টিওটি ফিল্মের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মঞ্জুর রহমান বলেন, ‘‘আমাকে বেঙ্গল মাল্টিমিডিয়া থেকে ‘লিডার,আমিই বাংলাদেশ’ সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। সব ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।’’
‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলি। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।