Select Page

বিচারক আরিফিন শুভ

বিচারক আরিফিন শুভ

Bangla film actor arifin shuvoবাংলা চলচ্চিত্রের সুদর্শন নায়ক আরিফিন শুভ এবার বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। চ্যানেল আই আয়োজিত ছোটদের গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ক্ষুদে গানরাজ’-এর একটি পর্বে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে তাকে। 

গানরাজ প্রতিযোগিতায় অভিনেতাকে বিচারক হিসেবে মানানসই হবে কিনা যারা ভাবছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আরিফিন শুভ রেডিওতে কথাবন্ধু হিসেবে কাজ করেছেন কিছুদিন, গান গাওয়ার অভিজ্ঞতাও আছে তার ঝুলিতে।

আগামী ২ আগস্ট এফডিসিতে ক্ষুদে গানরাজ পর্বের শ্যুটিং হবে। আরিফিন শুভ ছাড়াও অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় ফেরদৌস আরা এবং এস আই টুটুল উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ক্ষুদে গানরাজ প্রতি শুক্র ও মঙ্গলবার সাতটা ৫০ মিনিটে প্রচারিত হয়।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন