Select Page

বিনামূল্যে দেখা যাবে ‘মৃধা বনাম মৃধা’

বিনামূল্যে দেখা যাবে ‘মৃধা বনাম মৃধা’

ডিজিটাল প্ল্যাটফর্ম টফি’র প্রথম অরিজিনাল সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কয়েক মাস আগে, আর আসছে ঈদে প্ল্যাটফর্মটিতে। যে কোন নেটওয়ার্ক থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে এবং অ্যান্ড্রয়েড টিভিতে সিনেমাটি ফ্রি দেখা যাবে।

পারিবারিক কলহকে ঘিরে গড়ে উঠেছে কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমাটির গল্প। এতে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান এবং সিয়াম আহমেদ। তাদের দুজনের চরিত্রের রসায়ন সিনেমাটির মূল বিষয়বস্তু। সানজিদা প্রীতি এবং নোভা ফিরোজ গুরুত্বপূর্ণ দুটি ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালনা করেছেন রনি ভৌমিক।

টফি’র ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, “বাংলালিংক টফি’র মাধ্যমে দর্শকদের কাছে দ্রুতগতির ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বিনোদন পৌঁছে দিতে চায়। এই ঈদে আমাদের প্রথম অরিজিনাল সিনেমা টফি’তে মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি সামাজিক প্রাসঙ্গিকতার জন্য সকল বয়সী দর্শক সিনেমাটি পছন্দ করবেন।”       

টফি অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ‘মৃধা বনাম মৃধা’ নিবেদন করছে তীর।


Leave a reply