Select Page

বুলবুল আহমেদ স্মরণে আলোচনা ও প্রদর্শনী

বুলবুল আহমেদ স্মরণে আলোচনা ও প্রদর্শনী

62888_e4বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক, নাট্যনির্দেশক বুলবুল আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল ১৫ই জুলাই। এ উপলক্ষে আজ দুপুর ১২টায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

স্বপ্নলোকের আয়োজনে বুলবুল আহমেদ স্মরণে এ আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা সেমিনার হলে অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি মহম্মদ হাননান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি কেরামত মওলা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক গাজী রাকায়েত, বাংলাদেশ সাংস্কৃতিকর্মী সংঘের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, অভিনেতা আবদুল আজিজ, শামীম আহমেদ, শাহাদাৎ হোসেন নিপু। এছাড়াও বিশেষভাবে উপস্থিত থাকবেন বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ, কন্যা ঐন্দ্রিলা আহমেদ, নৃত্যব্যক্তিত্ব লায়লা হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম এবং বুলবুল আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নাট্যনির্মাতা ফিরোজ খান।

সুত্র: মানবজমিন


Leave a reply