Select Page

বেঙ্গলের অনুদান পেলেন পাঁচ নির্মাতা

বেঙ্গলের অনুদান পেলেন পাঁচ নির্মাতা

kwlk47bs

বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম চলচ্চিত্র নির্মাণের জন্য পাঁচ তরুণ নির্মাতাকে অনুদান দিচ্ছে। ১২৫ জন নির্মাতা থেকে এই পাঁচজন নির্মাতাকে নির্বাচন করা হয়। ১ মার্চ ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। প্রত্যেক নির্মাতাকে চলচ্চিত্র নির্মাণের জন্য ৬০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানানো হয়।

বেঙ্গলের অনুদান পাচ্ছেন রতন পাল [ইসমাইলের মা], সৈয়দা নিগার বানু [নোনা পানি], আদনান কবির [ইতি পলাশ], আশুতোষ সুজন [অপেক্ষা] ও হুমায়ারা বিন্তি [মাই লং রোড টু স্কুল]।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আহসানুল হক ইনু, নাসির উদ্দিন ইউসুফ, বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের আহবায়ক আবুল খায়ের, সাধারণ সম্পাদক নবনীতা চৌধুরী প্রমুখ।


মন্তব্য করুন