Select Page

বৈশাখে আসছে না ‘অহংকার’

বৈশাখে আসছে না ‘অহংকার’

পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে না শাকিব খানশবনম বুবলি অভিনীত তৃতীয় চলচ্চিত্র ‘অহংকার’। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এই ছবির শুটিং শেষ না হওয়ার মুক্তি পাচ্ছে না। যদিও এর আগে ছবিটি পয়লা বৈশাখে মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। খবর এনটিভি অনলাইন।

লিটন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমরা চেয়েছিলাম ছবিটি পয়লা বৈশাখে মুক্তি দেব, কিন্তু এখন আর তা সম্ভব নয়। ছবির একটি গানের কিছু অংশ এখনো বাকি আছে। শিল্পীদের শিডিউল জটিলতার কারণে শেষ করতে পারিনি। গান ছাড়াই ছবিটি সেন্সরে জমা দিতে পারতাম, কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক শেষ না করে ছবিটি সেন্সরে জমা দিতে চাই না।’

তিনি আরো বলেন, ‘আমরা একটা ডামি মিউজিক দিয়ে সেন্সরের জন্য ছবিটি তৈরি করেছিলাম, আগামীকাল রবিবার সেন্সরে জমা দেওয়ার জন্য। কিন্তু আমি বিষয়টিতে রাজি হইনি, কারণ সেন্সর বোর্ডের সদস্যদের কাছ থেকে সিনেমা হলে মালিকরা খবর নেন ছবিটি কেমন হয়েছে। এতে করে ডামি মিউজিক দিয়ে সেন্সর করালে ছবির খারাপ রিপোর্ট হতো। এত বিগ বাজেটের একটি ছবি একটুর জন্য নষ্ট করতে চাইনি।’

খুব তাড়াতাড়িই সিনেমাটির মুক্তির ঘোষণা আসবে বলে জানান তিনি।


মন্তব্য করুন