Select Page

ব্যাচলরের ১৫ বছর পর অপি করিম

ব্যাচলরের ১৫ বছর পর অপি করিম

# ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করেন অপি করিম
# ১৫ বছর করছেন ঢাকা-কলকাতার সিনেমা মায়ার জঞ্জাল তথা ডেব্রি অব ডিজায়ারে
# মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য।
# পরিচালনা করছেন ইন্দ্রনীল রায় চৌধুরী

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ২০০৪ সালে ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করেন অপি করিম। এর পর আর তাকে বড়পর্দায় দেখা যায়নি। এবার ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘ডেব্রি অব ডিজায়ার’ ছবিতে দেখা যাবে তাকে। বর্তমানে কলকাতায় দৃশ্যায়ন হচ্ছে, এর পর টিম আসবে ঢাকায়।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। ছবিটিতে অপির চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিতা। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করে সোমা।

এ ছবিতে অপির স্বামীর চরিত্রে থাকছেন কলকাতার একজন জনপ্রিয় অভিনেতা। তার নাম ও অন্যান্য অভিনয়শিল্পীর তালিকা শিগগিরই প্রকাশ হবে বলে জানান প্রযোজক জসীম আহমেদ।

যৌথ প্রযোজনার নতুন নীতিমালার আওতায় এই ছবিকেই প্রথম অনুমোদন দেওয়া হয়েছে। ‘ডেব্রি অব ডিজায়ার’ পরিচালনা করছেন কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী।

মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প প্রসঙ্গে জসীম আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ছবিটির বাংলা নাম রেখেছি মায়ার জঞ্জাল। তবে এটি পরিবর্তন হবে। গল্প দুটি আলাদা হলেও চিত্রনাট্য এমনভাবে সাজিয়েছি যে কারোরই খটকা লাগবে না। অপির সঙ্গে কলকাতার একজন জনপ্রিয় অভিনেতাকে নেওয়া হবে। তবে সে ঘোষণা কিছুদিন পরে দেব। আপাতত প্রথম লটের শুটিং শেষ করতে চাই।’


মন্তব্য করুন