Select Page

‘ব্যাচেলর’ নায়িকা ও ‘আহা’ নির্মাতার বিয়ে

‘ব্যাচেলর’ নায়িকা ও ‘আহা’ নির্মাতার বিয়ে

apee-nirzhar

আবারো বিয়ের পিঁড়িতে বসলেন ‘ব্যাচেলর’ সিনেমার নায়িকা অপি করিম। ‘আহা’-খ্যাত এনামুল করিম নির্ঝরের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন এই অভিনেত্রী। তারা দু’জনই মিডিয়ার পরিচিত মুখ। শুধু তাই নয় তারা দু’জন স্থপতিও।

নির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ ছাড়াই একটি সংবাদমাধ্যম জানায়, গত ৭ জুলাই ঈদের দিন খুব গোপনেই বিয়ের পর্ব সেরে ফেলেছেন তারা। এদিকে এমন সুখবরের বিষয়ে তাদের দু’জনের একজনেরও মন্তব্য পাওয়া যায়নি।

এটি অপি করিম এবং নির্ঝরের তৃতীয় বিয়ে। ২০১১ সালের ৩ এপ্রিল মডেল তানজিকার সঙ্গে এনামুল করিম নির্ঝরের দ্বিতীয় বিয়ে হয়। এদিকে ২০০৭ সালের ২৭ অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপি করিমের বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। বিচ্ছেদের পর ২০১১ সালে ফের বিয়ে করেন নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে।


মন্তব্য করুন