Select Page

‘ভারতীয় ছবি চলবে’

‘ভারতীয় ছবি চলবে’

image_50164_0ঈদে মুক্তিপ্রাপ্ত তিনটি ছবিই ভালো ব্যবসা করেছে। হলমুখী হচ্ছে দর্শক। এটাকে ভালো খবর বলে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সেক্রেটারি মিয়া আলাউদ্দিন সাফ জানিয়ে দিলেন, ‘ভারতীয় ছবি চলবে’।

সম্প্রতিকালে ভারতীয় ছবি আমদানী নিয়ে ব্যাপক আলোচনা ও আপত্তি উঠলেও সংশ্লিষ্টরা থেমে নেই। দফায় দফায় গোপন বৈঠক চলছে এ বিষয়ে।

মিয়া আলাউদ্দিন একটি সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা এক ধরনের প্রতিশোধের জায়গা থেকে চলচ্চিত্রগুলো প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের প্রশ্ন, যদি দেশে ইন্ডিয়ান চ্যানেলগুলো অবাধে তাদের চ্যানেল প্রদর্শন করতে পারে সেক্ষেত্রে মানুষতো ঘরে বসেই এসব ছবি প্রতিনিয়ত দেখছে। আমরা শুধু বড় পর্দায় দেখাতে গেলেই সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে?’

সংবাদমাধ্যমটি আরো জানায়, ভারতীয় ছবি প্রদর্শন এখন সময়ের অপেক্ষা মাত্র। প্রদর্শনের জন্য নিয়ে আসা ‘ওয়ান্টেড’ এবং ‘তারে জামিন পার’ সহ মোট চারটি চলচ্চিত্র হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক  বিমানবন্দরে আটকে আছে। বিমানবন্দর থেকে ছাড় পাবার পরপই সেন্সরে যাবে সেসব চলচ্চিত্র। তারপর পরই দেশের প্রেক্ষাগৃহগুলোতে সেগুলো প্রদর্শনের কথা ভাবছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

ইতিমধ্যে আরেকটি সংবাদমাধ্যম জানায় ঢাকায় রোজার ঈদে ব্লকবাষ্টার সিনেমাসে ‘চেন্নাই এক্সপ্রেক্স’ মুক্তি পাবার কথা থাকলেও কারিগরি সমস্যা কারণে মুক্তি পায় নি।

সুত্র: বাংলামেইল২৪.কম


১ টি মন্তব্য

  1. সওদাগর

    এই দেশে ইন্ডিয়ান সিনেমা দেখানো ঠেকানো যাবে না। যারা আগুনে লাফ দিতে ইচ্ছুক, তাদের ঠেকানোর সাধ্য কারোরই নাই।

মন্তব্য করুন