Select Page

ভারতীয় সুরে ঈদের সিনেমা

ভারতীয় সুরে ঈদের সিনেমা

sakib-tisha-mental

ঈদুল ফিতরে যৌথ প্রযোজনার দুটি সিনেমা মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। ওই দুই সিনেমায় কলকাতার কণ্ঠশিল্পী, সুরকার-সঙ্গীতায়োজক বা গীতিকার কাজ করবেন— তা নতুন কিছু নয়। নিকট অতীতই তার সাক্ষী। অন্যদিকে, যে ছবিগুলো শুধু বাংলাদেশের?

একই ঘটনা ঘটছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‌‘সম্রাট’ ও শামীম আহমেদ রনির ‘মেন্টালে’। দুই সিনেমার একাধিক গানের সুর, সঙ্গীতায়োজন ও কণ্ঠ ভারতীয়। এমনকি দুই-একটি গানের লেখনিও। সুতরাং, যৌথ প্রযোজনা নিয়ে যতই বিতর্ক হোক— ঈদে বাংলা সিনেমার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ গানের ক্রেডিট অনেকটাই ভারতীয় সঙ্গীতায়োজক, গীতিকার ও কণ্ঠশিল্পীদের দখলে।

‌‘শিকারী’ ও ‌‘বাদশা’র কোনো ট্র্যাক মুক্তি পায়নি এখনো। অন্য দুটি সিনেমার একাধিক গান প্রকাশ হয়েছে। তাও বেশ আগে। উল্লেখযোগ্য বিষয় হলো ‌‘মেন্টাল’-এর ‘আমার মতো কে আছে’ বলো ছাড়া কোনো গানই ততটা সাড়া জাগাতে পারেনি। এ একটি গানই মুখে মুখে ফিরেছে। এমনকি ওই গানের সাফল্যে সঙ্গীতায়োজক একই সুর ভেঙে দুই-একটি গান ইতোমধ্যে রিলিজও করেছেন।

মজার বিষয় আরো আছে। যে দুটি সিনেমা যৌথ প্রযোজনার নয়— তাদের মধ্যেও সে গন্ধ লক্ষণীয়। বিশেষ করে শাকিব খান ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের মধ্যে দূতওয়ালী করে রনি বেশ আলোচনায় আছেন। শোনা যাচ্ছে, তার তৃতীয় সিনেমা যৌথ প্রযোজনার হবে। অন্যদিকে, বছরখানেক আগে ‘সম্রাট’-এর প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার আমন্ত্রণে বাংলাদেশ ঘুরে গিয়েছিলেন কলকাতার নির্মাতা সুমিত মণ্ডল। ওই সময় শোনা যায়, যৌথ প্রযোজনায় যাচ্ছে নতুন এ ব্যানার। তবে  পরবর্তীতে কোনো অগ্রগতি চোখে পড়ছে না।

অন্যদিকে, হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’র নাম ঈদের ছবি হিসেবে শোনা গেলেও অনিশ্চিত। বিশেষ কোনো প্রচারণায় না থাকায় সিনেমাটির গান নিয়ে কিছুই বলা যাচ্ছে না।


মন্তব্য করুন