Select Page

‘ভালো থেকো’ না দেখার আহ্বান জানিয়ে পোস্টার!

‘ভালো থেকো’ না দেখার আহ্বান জানিয়ে পোস্টার!

শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’। সিনেমাটির প্রচারণায় দেখা গেল অভিনব দৃশ্য।

অনেকদিন ধরে নানা কায়দায় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবার কি-না দর্শকদের বলছে ছবিটি না দেখতে।

রীতিমত পোস্টার লাগিয়ে এমন আবদার রাখা হচ্ছে। তাও আবার প্রচার হচ্ছে পরিচালক রাজুর নামে।

নীলরঙা পোস্টারে বলা হচ্ছে— “বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং রাজনৈতিক কর্মীরা এই ছবিটি দেখবেন না।”

প্রশ্ন উঠেছে তবে ছবিটি কাদের জন্য বানানো হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন অদ্ভুত কাণ্ডের কোনো ব্যাখা পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি প্রকাশ করে অনেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করছেন।

‘ভালো থেকো’য় অভিনয় করেছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। দেখার বিষয় হলো অদ্ভুত এ প্রচারণা কী ফল বয়ে আনে।


মন্তব্য করুন