Select Page

সুরিন্দার নয় ভেঙ্কটেশের সঙ্গে টাইগার মিডিয়া

সুরিন্দার নয় ভেঙ্কটেশের সঙ্গে টাইগার মিডিয়া

 

মাস কয়েক ধরে আলোচনায় রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। কে হতে পারে প্রতিষ্ঠানটির বাংলাদেশি শাখার সহযোগী?- তা নিয়েও চর্চা হচ্ছিল। এবার জানা গেল, ভেঙ্কটেশের সহযোগী হচ্ছে ঢাকার অপেক্ষাকৃত নবীন প্রতিষ্ঠান টাইগার মিডিয়া

এদিকে অনেকদিন ধরে কলকাতার আরেক প্রতিষ্ঠান সুরিন্দার ফিল্মসের সঙ্গে যৌথভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছিল টাইগার মিডিয়া। এমন খবর শোনা গেলে শেষ পর্যন্ত অগ্রগতি হয়নি।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার কিছু অনলাইন জানায়, ভেঙ্কটেশের সঙ্গেই যাচ্ছে টাইগার। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির অন্যতম কর্নধার জাহিদ হাসান অভি জানান, দুই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের মিটিং হয়েছে। কিছু এখনো চূড়ান্ত হয়নি।

যদিও কেউ কেউ বলছেন, আনুষ্ঠানিকভাবে চুক্তি হওয়াটায় বাকি শুধু।

‘কিস্তিমাত’ ও ‘সম্রাট’ নির্মাণ করে আলোচনায় আছে টাইগার মিডিয়া।


Leave a reply