Select Page

‘ভয়ংকর রাত’ ছাড়লেন আইরিন

‘ভয়ংকর রাত’ ছাড়লেন আইরিন
airin-sultana
‘ভয়ংকর রাত’ চলচ্চিত্রে অভিনয় করছেন না আইরিন। গত সপ্তাহে প্রেসক্লাবে বেশ ঘটা করে ছবিটির মহরত হয়। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন সৈয়দ মাসুম ও বাদল শেখ।

এ বিষয়ে আইরিন একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ছবির পরিচালক খুব সাদাসিধে মেধাবী মানুষ। তার কথাতেই রাজি হয়েছিলাম। কিন্তু ছবির প্রযোজকের উল্টোপাল্টা আচরণ শুনেই মেজাজ খারাপ হয়ে যায়। আমি আমার অভিনয় যোগ্যতায় কাজ করতে চাই। অন্য কিছুতে নয়। আসলে এসব প্রযোজকের জন্যই ইন্ডাস্ট্রির দুর্নাম হয়।’
কানেক্ট টু ওয়ার্ল্ড মিডিয়া প্রোডাকশন প্রযোজিত ছবিটির শুটিং হওয়ার কথা ছিল কোরবানি ঈদের পর থেকেই। তার বিপরীতে জেফের অভিনয়ের কথা ছিল।
প্তবে এমন ঘটনা প্রথম নয়। রযোজকের সঙ্গে বনিবনা না হওয়ায় ক্যারিয়ারের শুরুতেই দুটি ছবি সাইন করেও ফিরিয়ে দিয়েছিলেন আইরিন।


মন্তব্য করুন