Select Page

এক মিনিটে দেখুন ‘ভয়ংকর সুন্দর’

এক মিনিটে দেখুন ‘ভয়ংকর সুন্দর’

voyonkor-sundor

অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’র ৫৫ সেকেন্ড ব্যাপ্তির টিজার উম্মুক্ত হল শনিবার।

শুরুতেই দেখানো হয় বুড়িগঙ্গা নদী। রিকশাচালক খায়রুল আলম সবুজের কাছে যাত্রী ভাবনা জানতে চাইছেন, ‘আচ্ছা চাচা, আপনিই বলুন তো কোথায় যাওয়া যায়?’ পরেরই দৃশ্যে বুড়িগঙ্গার বুকে নৌকায় ছাতা মাথায় বসে আছেন ভারতীয় অভিনেত্রী পরমব্রত চট্টোপাধ্যায়।

voyonkor-sundor1

পরে দেখা যায় তারা একসাথে সংসার করার স্বপ্ন দেখে। ভাবনা বলে— ‘আমরা খুব শিগগরিই বিয়ে করব। আমাদের তিনটা বাচ্চা হবে।’

২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’কে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। এর ইংরেজি নাম ‘কিলিং বিউটি’। তাই ট্যাগলাইন রাখা হয়েছে- ‘হোয়েন বিউটি কাম ডেঞ্জারাস’।

voyonkor-sundor2

ভারতীয় লেখক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক অনিমেষ। এর মাধ্যমে প্রথমবার বাংলাদেশের ছবিতে দেখা যাবে পরমব্রতকে। অন্যদিকে ‘ভয়ংকর সুন্দর’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে ভাবনার।

ছবিটিতে আরও অভিনয় করেছেন অভিনয় করেছেন হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্র ও মাহমুদুল ইসলাম। সংগীত পরিচালনায় ইমন সাহা।

মেষ


মন্তব্য করুন