Select Page

মনতাজুর রহমান আকবরের ওয়েব সিরিজ ‘জিম্মি’ এখন ডিপজল পরিচালিত সিনেমা

মনতাজুর রহমান আকবরের ওয়েব সিরিজ ‘জিম্মি’ এখন ডিপজল পরিচালিত সিনেমা

আগামী ৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মনোয়ার হোসেন ডিপজল পরিচালিত ‘জিম্মি’। এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা, প্রকাশ হয়েছে ট্রেলার। জানা গেছে, শুরুতেই ‘জিম্মি’ ওয়েব সিরিজ আকারে নির্মিত হয়। আরো খবর হলো, সিনেমাটির মূল পরিচালক মনতাজুর রহমান আকবর, যিনি একসময় হিটমেকার হিসেবে পরিচিত ছিলেন।

ঢাকা পোস্টের খবর অনুসারে, দুই বছর আগে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেন প্রযোজক-অভিনেতা ডিপজল। ২০২২ সালের প্রথম ভাগে শুরু হয় ওয়েব সিরিজ ‘জিম্মি’র শুটিং। সাত পর্বের সিরিজটি নির্মাণের দায়িত্বে ছিলেন মনতাজুর রহমান আকবর। অবশেষে মুক্তি পাচ্ছে জিম্মি; তবে ওয়েব সিরিজ হিসেবে নয়, সিনেমা হিসেবে বড় পর্দায়। সেই সঙ্গে বদলে গেছে পরিচালকের নাম।

অবশ্য ডিপজলের সিনেমায় পরিচালকের নাম বদলে ফেলা এবারই প্রথম নয়। এর আগে ‘বাংলার হারকিউলিস’ সিনেমায় মনতাজুর রহমান আকবরের পরিবর্তে দেখা গেছে ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ারের নাম। তবে নাম পরিবর্তনের বিষয় নিয়ে অবগত আছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।

মনতাজুর রহমান আকবর বলেন, ‘ডিপজল সাহেবের প্রযোজনায় একসঙ্গে পাঁচটি সিনেমার শুটিং করেছিলাম আমরা। এর মধ্যে জিম্মির পরিচালক হিসেবে ডিপজল সাহেব ও বাংলার হারকিউলিস সিনেমায় তার মেয়ে ওলিজা মনোয়ারের নাম দেওয়া হয়েছে। বাকি তিনটির পরিচালক হিসেবে আমার নাম যাবে।’

নিজেদের মধ্যে আলোচনা করে পরিচালকের নাম পরিবর্তন করা যায় কি না, এমন প্রশ্নের জবাবে মনতাজুর রহমান আকবর বলেন, ‘এটা বড় কোনো বিষয় নয়। সিনেমা নির্মাণের সঙ্গে আমরা সবাই জড়িত ছিলাম। এই দুটি সিনেমায় নাম না থাকলেও আমি উপদেষ্টা পরিচালক হিসেবে থাকছি।’

সিরিজ হিসেবে শুটিং করলেও সিনেমা আকারে জিম্মি মুক্তি দেওয়ার প্রসঙ্গে আকবর বলেন, ‘সিরিজ আকারেই গল্প লেখা হয়েছিল জিম্মির। শুটিংও করা হয়েছিল সেভাবে। পরবর্তী সময়ে ডিপজল সাহেব বললেন, তিনি চলচ্চিত্রের মানুষ, দর্শক তাকে সিনেমাতেই দেখতে চায়। এরপর আবার চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন এনে, নতুন অংশের শুটিং করে সিনেমা বানানো হয়েছে। আসলে ফরম্যাটটা বড় কথা নয়, দর্শকের কাছে গল্প বা কাজটা পৌঁছানোই বড় কথা। জিম্মি দারুণ গল্পের একটি সিনেমা। নির্মাণেও আধুনিকতা দেখতে পারবে দর্শক।’

জিম্মি সিনেমায় ডিপজলের বিপরীতে আছেন শিরিন শিলা। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

অবশ্য ওয়েব সিরিজের শুটিং করে সিনেমা নাম দেয়া বাংলাদেশে নতুন নয়। এর আগে কাগজের বউ, মাফিয়াসহ কয়েকটি সিনেমার ক্ষেত্রে এমনটা ঘটেছে। আবার আগন্তুক নামের ওয়েব ফিল্ম সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে। সম্প্রতি চ্যানেল আইয়ের কয়েক বছর আগের ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’ কয়েক কিস্তিতে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে সিনেমা আকারে মুক্তির ঘোষণা দেয়া হয়েছে।


Leave a reply