Select Page

মফস্বলের মেয়ে মৌসুমী

মফস্বলের মেয়ে মৌসুমী

Moushumiচিত্রনায়িকা মৌসুমী এবার অভিনয় করলেন ‘আমি কিছু বলতে চাই’ নামের একটি নাটকে। ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি ঈদে প্রচার হবার সম্ভাবনা আছে। পুবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এই নাটকে মৌসুমীর চরিত্র মফস্বলের অতিরিক্ত ধর্মভীরু পরিবারের মেয়ে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একটি ছেলের প্রেমে পড়ে এবং তা নিয়ে নানারকম হাস্য-রসাত্মক ঘটনা ঘটে। মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন স্বপন মিয়াজি।

সূত্র: কালেরকন্ঠ


মন্তব্য করুন