Select Page

মমতাজের গানে ‘ভয়ংকর সুন্দর’

মমতাজের গানে ‘ভয়ংকর সুন্দর’

ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ নির্মিত সিনেমা ‘ভয়ংকর সুন্দর’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি ও বাংলাদেশের আশনা হাবিব ভাবনা। খুব শিগগির সিনেমাটি  মুক্তি পাবে।

মুক্তিকে সামনে রেখে পয়লা বৈশাখ উপলক্ষে ‘ফিরব না আর ঘরে’ শিরোনামের একটি গান ইউটিবে প্রকাশ করা হয়েছে। জনপ্রিয়র সংগীতশিল্পী মমতাজের গাওয়া এ গানের সঙ্গে পারফর্ম করেছেন পরমব্রত-ভাবনাসহ অনেকে। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর করেছেন প্রিন্স মাহমুদ।

কথাসাহিত্যিক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ নির্মিত হয়েছে। সিনেমায় আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, দিহান, অ্যালেন শুভ্র, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ। এরই মধ্যে সিনেমাটির টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। বড় পর্দার পাশাপাশি নির্দিষ্ট সময় পর আরটিভিতেও সিনেমাটি দেখতে পাবেন দর্শক।


Leave a reply