Select Page

‘মশারি’র প্রযোজক হলেন দুই অস্কারজয়ী

‘মশারি’র প্রযোজক হলেন দুই অস্কারজয়ী

একাধিক উৎসবে পুরস্কার জেতা নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’র নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন দুই অস্কারজয়ী নির্মাতা ও অভিনেতা।  খবর প্রথম আলো।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ‘গেট আউট’খ্যাত নির্মাতা জর্ডান পিল ও ‘সাউন্ড অব মেটাল’খ্যাত অভিনেতা রিজ আহমেদ নির্বাহী প্রযোজক হচ্ছেন। অস্কার মৌসুমে তারা ‘মশারি’র প্রচারণায় সামিল হবেন।

পিল ও রিজ ছবিটির সঙ্গে যুক্ত হচ্ছেন তাঁদের প্রযোজনা সংস্থা মনকিপ ও লেফট হ্যান্ডেড ফিল্মসের মাধ্যমে। ‘

সিনেমার গল্পে দেখা যায়, বিশ্ব রক্তপিপাসু মশা দিয়ে ভরে গেছে। শেষ মানুষ হিসেবে দুজন নারী বাংলাদেশে বেঁচে থাকে। তারা অজানা আতঙ্কে মশারির নিচে রাত পার করতে থাকে। এই নতুন পৃথিবীতে বেঁচে থাকার জন্য দুই বোন অপু (সুনেরাহ) ও আয়রা (নাইরা) লড়াই করে। এক রাতে আয়রা মশারি ঠিক করতে বাইরে বের হয়, অপুকেও উঠতে হয় সে সময়। তখন তারা একসঙ্গে ভূতের মুখোমুখি হয়।

পিলের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘মশারি’ হলো ব্যতিক্রম একটি চলচ্চিত্র, যেটি প্রথম ফ্রেম থেকেই দৃশ্যায়ন ও আবেগের দিক থেকে নাড়া দিয়ে যায়।
সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘সিনেমাটি আমাদের পোস্ট অ্যাপোক্যালিপ্টিক পৃথিবীতে নিয়ে যায়। ছবিটি টিকে থাকা, ভালোবাসা ও পরিবার নিয়ে। তবে একই সঙ্গে মনস্টার সিনেমা কেমন হয়, এটি তা–ও দেখেছে। মনকিপ ছবিটির টিমের সঙ্গে যুক্ত হতে পেরে কৃতজ্ঞ।’

রিজ আহমেদের সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটি অ্যাপোক্লিপটিক ভবিষ্যতে কম বয়সী দুই বোনের টিকে থাকার এক আবেগের গল্প। যেখানে উপনিবেশবাদ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের মতো প্রসঙ্গ আছে। আমরা নুহাশ হুমায়ূনের টিমের সঙ্গে যুক্ত হয়ে গল্পটি ভাগাভাগি করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত।’

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গেট আউট’ সিনেমার জন্য সেরা মৌলিক চিত্রনাট্যকার হিসেবে অস্কার জেতেন জর্ডান। ৪৩ বছর বয়সী এই মার্কিন নির্মাতা ছবিটির পরিচালকও বটে।

অন্যদিকে রিজ আহমেদ পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা। চলতি বছর সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে অস্কার জিতেছেন তিনি।

‘মশারি’ ছবিটি চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে। এতে অভিনয় করেন ‘ন ডরাই’ সিনেমার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।


মন্তব্য করুন