Select Page

মহাখালীতে তৃতীয় সিনেপ্লেক্স চালু হচ্ছে ২০ অক্টোবর

মহাখালীতে তৃতীয় সিনেপ্লেক্স চালু হচ্ছে ২০ অক্টোবর

বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভারের পর স্টার সিনেপ্লেক্সের তৃতীয় আউটলেট চালু হতে যাচ্ছে রাজধানীর মহাখালীতে। রবিবার এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বেশ আগেই এসকেএস টাওয়ারে সিনেপ্লেক্স চালুর ঘোষণা দেই মাল্টিপ্লেক্স চেইনটি। এবার জানা গেল, ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চালু হবে। এর আগের দিন হবে উদ্বোধন।

এসকেএস টাওয়ারের লেভেল তিনে ওই দিন থেকে দর্শক ছবি দেখতে পারবেন। মোট তিনটি হল থাকছে এখানে। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং ও মিডিয়া মেসবাহ উদ্দিন আহমেদ।

তিন ক্যাটাগরির আসন বিন্যাস থাকবে। রেগুলার চেয়ারের পাশাপাশি নতুন সংযোজন হচ্ছে লাউঞ্জার এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি। বিলাসবহুল এসব ক্যাটাগরিতে দর্শকেরা আরও আয়েসীভাবে সিনেমা উপভোগ করতে পারবেন বলে জানান তিনি।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, আমরা ঢাকায় আরেকটি মাল্টিপ্লেক্স সিনেমা হল চালু করতে যাচ্ছি। আশা করি মহাখালী ও এর আশে-পাশের দর্শকদের জন্য এটি নতুন মাত্রা যোগ করবে। আসলে দর্শকদের ভালোবাসা-ই আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা শুরু থেকেই দেশের দর্শকদের সিনেমা দেখার নতুন পরিবেশ উপহার দিতে চেয়েছি। তারই ধারাবাহিকতায় এগিয়ে চলছে আমাদের এই প্রয়াস। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে আমরা আরও অনেক দূর যেতে চাই। পর্যায়ক্রমে ঢাকার মিরপুর, উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০ টি মাল্টিপ্লেক্স এবং দেশব্যাপী ১০০ টি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।’

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটির শাখা চালু হয় ২০০৪ সালে। এরপর দর্শক চাহিদার কারণে গত কয়েক বছরে পর্দা দ্বিগুণ হয়েছে। আর ২০১৮ সালে উদ্বোধন হয় ধানমণ্ডির সীমান্ত সম্ভার শাখা। বর্তমানে চালুর অপেক্ষায় আছে মিরপুরের সনি সিনেমা হলে নির্মিতব্য মাল্টিপ্লেক্স।

এ দিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তাদের নিজস্ব প্রযোজনার ছবি ‘ন ডরাই’। প্রায় এক দশক আগে যৌথভাবে স্টার সিনেপ্লেক্স মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’-এ বিনিয়োগ করে।


Leave a reply