Select Page

মাতালের প্রথম গান ‘হৃদয় পিঞ্জরে’ (ভিডিও)

মাতালের প্রথম গান ‘হৃদয় পিঞ্জরে’ (ভিডিও)

লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে ‘মাতাল’ ছবির প্রথম গান প্রকাশ হয়েছে শুক্রবার বিকেলে। শাহীন সুমনের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক ও নবাগত অধরা খান।

‘হৃদয় পিঞ্জরে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গেল ঈদুল আযহায় ছবির মুক্তির কথা শোনা গেলে একেবারে শেষ সময় ‘মাতাল’ মুক্তি থেকে সরে আসে ছবির প্রযোজক। ২১ সেপ্টেম্বর ছবিটি মুক্তির জন্য প্রযোজক সমিতি থেকে ডেট নেয়া আছে। তবে ওই তারিখে ছবিটি আসবে কিনা এখনও চূড়ান্ত হয়নি।

সিনেমাটি প্রযোজনা করেছেন শরীফ চৌধুরী। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শাহীন সুমন। ছবিতে সাইমন-অধরা ছাড়াও আছেন শিপন ও অরিন, মিশা সওদাগর, জয়রাজ, শরীফ চৌধুরী প্রমুখ।


Leave a reply