Select Page

মাত্র ২০ হলে ‘নূর জাহান’

মাত্র ২০ হলে ‘নূর জাহান’

জাজ মাল্টিমিডিয়ার নিজস্ব প্রজেকশন মেশিন থাকা সত্বেও মাত্র ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘নূর জাহান’।

এ নিয়ে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আমাদের ব্যাবসায়ীক পলিসির কারণেই ২০টি হলে মুক্তি দিচ্ছি। আমরা চাইলে শতাধিক হলে মুক্তি দিতে পারতাম। মানসম্পন্ন সিনেমা নির্মিত হলে হল মালিকরা সিনেমা নিবেই। আর প্রথম সপ্তাহ মুখ্য কোনো বিষয় নয়।’

তিনি আরো বলেন, ‘‘এর আগে আমরা ‘বাদশা’ সিনেমাটি মাত্র ৫০টি হলে মুক্তি দিয়েছিলাম। কিন্তু এরপর পর্যায়ক্রমে সব হলেই সিনেমাটি নিয়েছে। এতে আমরা ব্যাবসায়ীকভাবেও লাভবান হয়েছি। এবারো আমরা এই পলিসিতে এগুচ্ছি। দেখুন এর আগে ‘আয়নাবাজি’, ‘মনপুরা’ সিনেমা কিন্তু প্রথমে মাত্র কয়েকটি হলে মুক্তি দেয়া হয়। এরপর সিনেমা ভালো চলায় অন্যান্য হলেও নিয়েছে।’

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘নূরজাহান’ সিনেমাটি। এর মাধ্যমে নায়িকা হিসেবে পর্দায় অভিষেক হবে পূজার। এতে পূজার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার আদ্রিত। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন।

সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার অভিমন্যু মুখোপাধ্যায় ও বাংলাদেশের আব্দুল আজিজ। ১৬ ফেব্রুয়ারি সিনেমাটি দুই বাংলায় মুক্তি পাবে।

সূত্র : রাইজিং বিডি


মন্তব্য করুন