Select Page

মারা গেছেন নির্মাতা সাইফুল আজম কাশেদ

মারা গেছেন নির্মাতা সাইফুল আজম কাশেদ

নির্মাতা সাইফুল আজম কাশেম আর নেই (ইন্নাল্লিাহি…রাজিউন)। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে ১ মার্চ হাসপাতালে ভর্তি হন সাইফুল আজম কাশেম। পরদিন তার মস্তিষ্কের অপারেশন করা হয়। আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার বাদ আসর এফডিসিতে তার মরদেহ আনা হয়। নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

সাইফুল আজম কাশেম ১৯৪৭ সালে ৩১ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। তার পরিচালিত বেশকিছু দর্শকপ্রিয় ছবি রয়েছে। এ তালিকায় আছে- ‘অন্তরালে’, ‘সোহাগ’, ‘ঘরসংসার’, ‘বৌরাণী’, ‘সানাই’, ‘ধনদৌলত’, ‘দুনিয়াদারী’, ‘হালচাল’, ‘ভরসা’, ‘স্বামীর আদেশ’, ‘ত্যাজ্যপুত্র’ ইত্যাদি।


মন্তব্য করুন