Select Page

মারুফ আউট শাকিব ইন

মারুফ আউট শাকিব ইন

maruf-shakibইফতেখার চৌধুরীর পরিচালনায় ফ্যাটম্যান ফিল্মসের ‘দেহরক্ষী’ ছবিতে অভিনয় করেছিলেন মারুফ, কিন্তু তাদের পরবর্তী ছবি ‘মেন্টাল’ মারুফ থাকছেন না, তার জায়গায় আসছেন শাকিব খান, ববি অপরিবর্তিত থাকছেন। যাটম্যান ফিল্মসের কর্ণধার সাইদুর রহমান মানিকের বেশ কয়েকটি ছবিতে কাজী মারুফ অভিনয় করেছেন। এমনকি কাজী মারুফ প্রযোজিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ ছবিটিও মুক্তি পেয়েছিল সাইদুর রহমান মানিকের পরিবেশনা সংস্থা বিশাল কর্পোরেশন থেকে। মারুফের জায়গায় শাকিব খানের প্রবেশ নিয়ে সিনেমাপাড়ায় চলছে গুঞ্জন।

সূত্র: দৈনিক মানবজমিন


মন্তব্য করুন