Select Page

মালয়েশিয়ান চলচ্চিত্রে প্রধান চরিত্র নিরব

মালয়েশিয়ান চলচ্চিত্রে প্রধান চরিত্র নিরব

Nirobবাংলাদেশী অভিনেতা নিরব প্রথমবারের মত মালয়েশিয়ান চলচ্চিত্রে অভিনয় করছেন, তাও আবার প্রধান চরিত্রে। চলচ্চিত্রের নাম ‘মাঙ্গালা কাউবয়’, পরিচালনা করছেন নেইম উই।

শ্যুটিং শুরু হওয়া চলচ্চিত্রের তার বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন মালয়েশিয়ান অভিনেত্রী আতিকা সাহাইমি।

মাঙ্গালা কাউবয় ছবিতে নিরবের চরিত্র একজন কাউবয়ের যিনি জীবন মান উন্নয়নের জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়া গেছেন। তার নায়িকা আতিকা একজন নার্সের চরিত্রে অভিনয় করছেন। ঘটনাক্রমে পরিচয় ঘটে। মাঙ্গালা কাউবয় একটি রোমান্স ও ট্রাজিক গল্পের চলচ্চিত্র।

চলচ্চিত্রটির নাম প্রসঙ্গে নীরব জানান, ‘মাংগালা’ শব্দটি নির্বাচন হয়েছে ‘বাংগালা’ থেকে। অর্থাং মালয়েশিয়ার ‘মা’। আর বাংলাদেশের বাকিটা নিয়ে ‘মাংগালা কাউবয়’ নামটি চূড়ান্ত করেছে প্রযোজক-পরিচালক। চলচ্চিত্রের একটি গান বাংলা ভাষায় রাখারও পরিকল্পনা করছেন প্রযোজক এবং পরিচালক।

নিরব জানিয়েছেন, ছবিতে অভিনয় করতে গিয়ে নানারকম অভিজ্ঞতা অর্জিত হচ্ছে। তাদের লাইট, ক্যামেরা, লোকেশন, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ইত্যাদির প্রশংসা করেন তিনি।

চলচ্চিত্রের শ্যুটিং আরও ২৮দিন চলবে। এর আগে  জানা গিয়েছিল, নিরব বাংলাদেশী শ্রমিকের চরিত্রে অভিনয় করবেন।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন