Select Page

মালালাকে নিয়ে নির্মিতব্য ছবিতে বাংলাদেশী মেয়ে ফাতিমা

পাকিস্তানি মেয়ে মালালাকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রে মালালা চরিত্রে অভিনয়ের জন্য বাছাইকৃত শিল্পী একজন বাংলাদেশী, নাম ফাতিমা শেখ। ‘গুল মাকাই’ নামের চলচ্চিত্রটির পরিচালক আমজাদ খান জানান গত ৪০ দিন ধরে ঢাকার মেয়ে ফাতিমা শেখ এর নাম গোপন রাখা হয়। নাম ভূমিকায় অভিনয়ে বাবা-মা’র আপত্তি ছাড়াও ভারতে কাজ করার ফাতিমার ওয়ার্ক পারমিট প্রয়োজন ছিল যা গত দশদিন আগে পাওয়া গেছে। এসকল কারনে এ গোপনীয়তা রক্ষঅ করা হয়। চলচ্চিত্রটি ভারত, পাকিস্তান, লন্ডন এবং ইরানে চিত্রায়িত হবে। ছবিটির মাধ্যমে তালেবান তৎপরতা, তরুণদের তারা কিভাবে প্রশিক্ষন দেয় ইত্যাদি তুলে ধরা হবে।

সূত্র: জনকন্ঠ


মন্তব্য করুন