Select Page

মাল্টিপ্লেক্সকে দেবাশীষের না

মাল্টিপ্লেক্সকে দেবাশীষের না
debashis-biswas-121380_0-1419499384

চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস সম্প্রতি জানিয়েছেন তার পরিচালিত কোনো সিনেমা রাজধানীর জনপ্রিয় দুই মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে দেবেন না।
এ প্রসঙ্গে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আমি দেশের সাধারণ মানুষের জন্য সিনেমা নির্মাণ করি। সাধারণ জনগণ স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে গিয়ে সিনেমা দেখে না। এ দুই হলে যারা সিনেমা দেখেন তারা সিনেমা বুঝেনা। শুধুই বেশি টাকা দিয়ে সিনেমা দেখেন। যে সব দেশী সিনেমা এ হলে দীর্ঘ দিন চলে এগুলো কোনো সিনেমা নয় নাছিমা। ওই সব সিনেমা দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে না। কারণ সিনেমা প্রেমী সাধারণ জনগণ ঐ সব সিনেমা দেখে না।’

দেবাশীষ পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে শ্বশুরবাড়ী জিন্দাবাদ, শুভ বিবাহ, ভালবাসা জিন্দাবাদ। ভারতীয় চলচ্চিত্রকে হুবহু নকলের জন্য তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শোনা যায় ,ওই কারণে সপ্তাহ পূর্ণ করার আগে ‘শুভ বিবাহ’ চলচ্চিত্রটির প্রদর্শন বন্ধ করে দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।


মন্তব্য করুন