Select Page

মালয়েশিয়ায় মোশররফ করিম

মালয়েশিয়ায় মোশররফ করিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম মালয়েশিয়ায় চার নাটকের শ্যুটিং শেষ করেছেন।  এর মধ্যে রয়েছে ঈদের সাত পর্বের দুটি নাটক, একটি এক ঘণ্টার নাটক ও একটি ধারাবাহিক নাটক। সাথে আছেন তার স্ত্রী রোবেনা রেজা জুঁই। 

সম্প্রতি প্রথম আলোকে এ তথ্য দিয়েছেন জুঁই এবং মোশাররফ করিম। মালয়েশিয়া থেকে তারা জানিয়েছেন, এ মাসের শুরুতে সপরিবারে মালয়েশিয়ায় পৌছে চারটি নাটকের কাজ সম্পন্ন করেন তারা। বর্তমানে শ্যুটিং শেষে মালয়েশিয়া বেড়াচ্ছেন এই দম্পতি।

শ্যুটিং সম্পন্ন করা নাটকের মধ্যে রয়েছে আসাদুজ্জামান সোহাগ রচিত এবং রিপন মিয়া পরিচালিত নাটক থার্ড পারসন, আর বি প্রীতমের রচনা ও পরিচালনায় ম্যানপাওয়ার, ইমরাউল রাফাতের পরিচালনায় বেঙ্গল সমিতি নামের সাত পর্বের নাটক এবং কায়সার আহমেদের পরিচালনায় রুপালি প্রান্তর ধারাবাহিক নাটক।

সবকিছু শেষ করে আগামী ১৮ মার্চ দেশে ফিরবেন তাঁরা।


Leave a reply