Select Page

মাসুদ রানার তিন গল্পে সিনেমা বানাবে জাজ মাল্টিমিডিয়া

মাসুদ রানার তিন গল্পে সিনেমা বানাবে জাজ মাল্টিমিডিয়া

১৯৭৪ সালে সোহেল রানার পরিচালনা, প্রযোজনা ও অভিনয়ে বড়পর্দায় উঠে এসেছিল কাজী আনোয়ার হোসেন সৃষ্ট আইকনিক চরিত্র মাসুদ রানা। বেশ আগেই গোয়েন্দা চরিত্রটিকে রূপালি পর্দায় ফেরানোর ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এবার জানালেন সেই প্রক্রিয়ার কিছুটা অগ্রগতি হয়েছে।

কিছুদিন আগে ফেসবুক লাইভে এসেছিলেন আব্দুল আজিজ। সেই সময় নানা বিষয়ে আলাপে অংশ নেন। জানান, ভবিষ্যতের পরিকল্পনা।

আরো জানান, ইতোমধ্যে মাসুদ রানা সিরিজের তিনটি বই নিয়ে সিনেমা বানানোর অনুমতি পেয়েছেন কাজী আনোয়ার হোসেনের কাছে। শিগগিরই এ নিয়ে মাঠে নামবেন। চূড়ান্ত করবেন কে হবেন পর্দার মাসুদ রানা। থাকতে পারে নতুন কোনো মুখ।

তবে সিরিজটির কোন কাহিনীর স্বত্ত্ব পেয়েছে জাজ মাল্টিমিডিয়া— তা জানা যায়নি।

অবশ্য আগে বেশ কয়েকবার মাসুদ রানা নিয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন আব্দুল আজিজ। গিয়েছিলেন সেবা প্রকাশনীতে। কিন্তু অনুমতি না পাওয়ায় তাকে ফিরতে হয়েছে খালি হাতে। এবার তা আর হচ্ছে না।


মন্তব্য করুন