Select Page

‘মাসুদ রানা’র নায়ক নির্বাচন করবেন কাজী আনোয়ার হোসেন

‘মাসুদ রানা’র নায়ক নির্বাচন করবেন কাজী আনোয়ার হোসেন

কে হচ্ছে ‘মাসুদ রানা’? ঢাকার চলচ্চিত্রাঙ্গনে এই প্রশ্ন অনেক দিন ঘুরপাক খাচ্ছে। এবিএম সুমনের নাম শোনা গেলেও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া লুকোচুরির আশ্রয় নিচ্ছে।

এবার জাজের ফেসবুক পাতায় বলা হলো, পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। তাদের ছবি ও সাক্ষাৎকারের ভিত্তিতে ‘মাসুদ রানা’ ঠিক করে খোদ গোয়েন্দা সিরিজটির লেখক কাজী আনোয়ার হোসেন।

জাজের পক্ষ থেকে বলা হয়, “মাসুদ রানা কে হবে, সেই সিদ্ধান্ত নিবে মাসুদ রানা নিজেই !!!

বাঙালির স্বপ্ন পুরুষ, স্বপ্নের চরিত্র মাসুদ রানা – সিনেমায় মাসুদ রানা কে হবে ? সেই নিয়ে শত জল্পনা কল্পনা আর ট্রল। আছে শত উপদেশ। কেউ বলে একে নেন মাসুদ রানা চরিত্রে কেউ বলে ওকে নেন মাসুদ রানা চরিত্রে। আবার অনেকেই আমাদের জিজ্ঞাস করছে কে হবে মাসুদ রানা।

আমরা আসলেই এখনও জানি না কে হবে মাসুদ রানা। আমরা ৫ জনের একটা শর্ট লিস্ট করেছি। সেখানে আছে তাদের ছবি ভিডিও ইন্টারভিউ। সেইগুলো পাঠানো হচ্ছে, বাস্তবের মাসুদ রানা অর্থাৎ কাজী আনোয়ার হোসেন স্যারের কাছে। উনি দেখে, সিধান্ত নিবেন, কে হবে মাসুদ রানা (সঙ্গত কারণেই আমরা ৫ জনের নাম বলবো না, নাম বলে আমরা বাকি ৪ জন কে ছোট করতে চাই না)। আমরা বিশ্বাস করি উনিই সঠিক সিধান্ত নিতে পারবেন।

আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জানাতে পারবো, কে হবে মাসুদ রানা?”

‘মাসুদ রানা’ পরিচালনা করবেন আসিফ আকবর। অভিনয় করছেন দেশ-বিদেশের তারকারা।


মন্তব্য করুন