Select Page

মাহির বদলে ‘অগ্নি’ শুভশ্রী!

মাহির বদলে ‘অগ্নি’ শুভশ্রী!

subhashree

জাজ মাল্টিমিডিয়া ‘অগ্নি ৩’ নির্মাণের ঘোষণা দিয়েছে দুই মাস আগে। এর পর থেকে কে হচ্ছেন এই ছবির নায়িকা তা নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে।

অগ্নি’ ও ‘অগ্নি ২’ ছবিতে অভিনয় করা মাহি ‘অগ্নি ৩’-এও অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। ওঠে নুসরাত ফারিয়ার নামও। কিন্তু মাহি কিংবা ফারিয়া নন, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সরাসরি কলকাতার শুভশ্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন শুভশ্রী। তবে এখনই ‘হ্যাঁ’ বলে দেননি বলেও জানালেন।

এর মধ্যে কলকাতার স্থানীয় কিছু পত্রিকায় ছবিতে অভিনয়ের খবর প্রকাশ পেলেও শুভশ্রী বলেন, ‘আগে পাণ্ডুলিপিটা দেখতে চেয়েছি। পড়ে যদি ভালো লাগে তাহলে ছবিটি করব বলে জানিয়েছি প্রযোজককে। এই সিরিজের আগের দুটি ছবি ভালো ব্যবসা করেছে। দর্শকদের তাই পরের ছবিটির দিকে বিশেষ আগ্রহ। আমি চাই গল্পটি ভালো হোক। তাহলে সাফল্য বজায় থাকবে। ’

mahi

তবে খবরটি অস্বীকার করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

কিছুদিন আগে বাংলাদেশে শুভশ্রীর ‘প্রেম কি বুঝিনি’ মুক্তি পেয়েছে। এছাড়া শাকিবের বিপরীতে ‘নবাব’এ অভিনয় করছেন তিনি।

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন