Select Page

মাহির বর ‘জাতীয় দুলাভাই’

মাহির বর ‘জাতীয় দুলাভাই’

mahi-apu

ঢালিউডের এক নম্বর নায়িকার স্বামী হয়ে নিজেকে ‘জাতীয় দুলাভাই’ হিসেবে আবিষ্কার করেছেন পারভেজ মাহমুদ অপু।

ঈদ উপলক্ষে নির্মিত যমুনা টেলিভিশনের বিশেষ শোবিজ টুনাইটে দেখা যাবে মাহি ও অপুকে। সম্প্রতি অনুষ্ঠানটির ধারণ সম্পন্ন হয়েছে। সেখানে এ কথা বলেন অপু।

অনুষ্ঠানে নিজের নানা বিষয়ে কথা বলবেন এ নব দম্পতি। তারা মজার মজার প্রশ্নের উত্তরও দেবেন। সেখানেই জানান, মাহিকে বিয়ে করে কেমন অভিজ্ঞতা হচ্ছে। নিজেকে নাকি ‘জাতীয় দুলাভাই’ মনে হচ্ছে।

আলাপচারিতায় সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলতে শোনা যাবে অপুকে। বিশেষ এ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন রাত ৮ টায়।

ঈদে অপু-মাহি দম্পতিকে মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘কেমেস্ট্রি’তেও দেখা যাবে।


মন্তব্য করুন