Select Page

মাহি: একের পর এক

মাহি: একের পর এক

Mahiনতুন নায়িকা মাহি একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন। কদিন আগেই ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘আমি তুমি সে’  ছবির শ্যুটিং শুরু করেছেন মাহি, বিপরীতে বাপ্পী। এর মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সুমনেরই আরেক চলচ্চিত্র ‘অগ্নি’তে, সেখানে নায়ক আরেফিন শুভ। আরও চুক্তিবদ্ধ হয়েছেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’, ওয়াজেদ আলী সুমনের ‘ভালোবাসার এপিঠ ওপিঠ’ এবং ইফতেখার চৌধুরীর একটি ছবিতে। আগামী বছরের ফেব্রুয়ারী পর্যন্ত শিডিউল ফাকা নেই বলে জানিয়েছেন মাহি। ‘নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, দু’তিনটি ছবি মুক্তি পেতেই পুরো বছরের শিডিউল ঠিক হয়ে গেছে’ – বলেছেন মাহি।

সূত্র: মানবজমিন


Leave a reply