Select Page

মাহি নয়, ববি

মাহি নয়, ববি

bobiজাজ মাল্টিমিডিয়ার ছবি মানেই মাহিয়া মাহির উপস্থিতি। অগ্নি -২ ছবির পর আর অভিনয় করবেন না এমন ঘোষনার পর গুঞ্জন শোনা গিয়েছিল নতুন নায়িকার খোঁজ করছে জাজ মাল্টিমিডিয়া। মাহি তার ঘোষনা থেকে সরে এলেও সম্প্রতি জানা গিয়েছে – নতুন নায়িকা পেয়ে গেছে জাজ। নাম না জানা গেলেও মাহির উপর নির্ভরতা কমিয়ে আনছে জাজ, এমনটি বোঝা যাচ্ছে জাজের নতুন ছবির খবরে। নতুন ছবিতে নায়িকা হচ্ছেন ববি

পিকনিক নামের এই ছবিতে ইতোমধ্যেই ববি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। ববিকে চুক্তিবদ্ধ করার ব্যাপারে প্রযোজনা সংস্থা গোপনীয়তা অবলম্বন করলেও ববি অস্বীকার করেন নি। কালের কন্ঠকে তিনি জানিয়েছেন, ‘আমি কখনোই বিষয়টি গোপন রাখতে চাইনি। তবে প্রযোজক আজিজ ভাই চেয়েছিলেন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটা করে জানাতে। কিন্তু এরই মধ্যে সবাই কিভাবে জেনে গেলেন বুঝতে পারছি না। চারদিক থেকে ফোন আসছে।’

পরিচালক জানিয়েছেন হরর ঘরানার এই ছবিতে ববির বিপরীতে কলকাতার নায়ক থাকবেন এবং ছবির বেশীরভাগ অংশের শ্যুটিং বিদেশে হবে।


মন্তব্য করুন