Select Page

মায়ের জন্য চলচ্চিত্র উৎসব

মায়ের জন্য চলচ্চিত্র উৎসব

25588_e2বিজ্ঞাপনচিত্র নির্মাতা শাহ ফজলে রাব্বীর মা শাহান আরা বেগম ক্যানসার রোগে আক্রান্ত। গত ৪ঠা আগস্ট থেকে দু’মাস ধরে দিল্লিস্থ রাজীব গান্ধী ক্যানসার হাসপাতালে ডা. ডিসি ডোভালের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। তার চিকিৎসায় এ যাবৎ প্রায় ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে। পুরো চিকিৎসা সম্পন্ন করতে আরও ২০ লাখ টাকার প্রয়োজন। তার চিকিৎসার্থে আয়োজন করা হয়েছে ‘দুই বাংলার চলচ্চিত্র উৎসব, মায়ের জন্য’।

এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও চলচ্চিত্র কর্মী জুনায়েদ হালিম এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোরশেদুল ইসলাম। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দীক। ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ এবং বুদ্ধদেব দাসগুপ্ত ‘দুই বাংলার চলচ্চিত্র উৎসব, মায়ের জন্য’ উৎসবে অংশগ্রহণের জন্য শিগগিরিই বাংলাদেশে আসবেন।

৩ দিনব্যাপী উৎসবে দুই বাংলার ৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্রগুলো হচ্ছে- মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’, গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’, ‘শূন্য অংক‘, বুদ্ধদেব দাসগুপ্তর ‘লাল দরজা’, ‘আনোয়ার কা আজব কিসসা’, মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধুৃ রাশেদ’, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’, মৃত্যুঞ্জয় ভেরাত পরিচালিত ‘যুদ্ধ শিশু’, কামরান আহমেদ সায়মন পরিচালিত ‘শুনতে কি পাও’। জাতীয় জাদুঘর মিলনায়তনে আগামী ৮-১০ই জুন এ উৎসব অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন