Select Page

মা হচ্ছেন চিত্রনায়িকা বর্ষা

মা হচ্ছেন চিত্রনায়িকা বর্ষা

10365766_1510557965851771_4180523840415309069_nআর দু মাস পরেই সন্তানের মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা বর্ষা। বর্ষার বরাত দিয়ে অনন্তর মালিকানাধীন প্রযোজনা সংস্থা মনসুন ফিল্মসের মিডিয়া ম্যানেজার এস এম আলী যাকের সজীব এ তথ্য জানিয়েছেন। 

বর্তমানে বর্ষা সাত মাসের গর্ভবতী। এ উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে কেক কাটেন অনন্ত-বর্ষা দম্পতি। বর্ষা ফেসবুকে জানিয়েছেন, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার নামে ‘এ’ এবং ‘জে’ অক্ষরদুটি থাকবে। এ কারণে কেকের গায়েও এ দুটি অক্ষর অঙ্কিত আছে।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই অনন্ত পরিচালিত পরবর্তী সিনেমা দ্য স্পাই এর কাজ শুরু হবে যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বর্ষা। সজীব জানিয়েছেন, বর্ষার মাতৃত্বকালীন সময়ে শ্যুটিং শুরু হবে বলে শ্যুটিং শিডিউলে তার অংশটি শেষের দিকে রাখা হবে।


মন্তব্য করুন