Select Page

মিন্না খান আর নেই

মিন্না খান আর নেই

9280_e8শিবলী সাদিক পরিচালিত বিখ্যাত ছবি ‘নোলক’-এর নায়িকা মিন্না খান আর নেই। গত ২৯শে জানুয়ারি সকালে তিনি চাঁদপুরে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্বামী চিত্রনায়ক ফরহাদ, এক পুত্র ও এক কন্যাসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। ওইদিনই তাকে চাঁদপুরে দাফন করা হয়। মিন্না খান বেবী ইসলাম পরিচালিত ‘চরিত্রহীন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তবে তিনি পরিচিতি লাভ করেন ‘নোলক’ ছবিতে। চট্টগ্রামের মেয়ে মিন্না খান ‘নোলক’-এর নায়ক ফরহাদকে বিয়ে করে চলচ্চিত্র থেকে বিদায় নেন। তবে ফরহাদের সঙ্গে তাদের ডিভোর্স না হলেও দীর্ঘদিন থেকে তারা আলাদাভাবে বসবাস করেন। মৃত্যুর দিন পর্যন্ত মিন্না খান তার কন্যার বাড়ি চাঁদপুরে অবস্থান করছিলেন। মিন্না খানের মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতি গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন