Select Page

মিশ্র প্রতিক্রিয়ায় ‘রঙ্গিলা রঙ্গিলা’ (ভিডিও)

মিশ্র প্রতিক্রিয়ায় ‘রঙ্গিলা রঙ্গিলা’ (ভিডিও)

একটি গানে বাংলাদেশের ৩১টি ছবির নাম ব্যবহার করেছেন গীতিকার কবির বকুল। ‘রঙ্গিলা রঙ্গিলা’ শিরোনামের গানটি ব্যবহার করা হয়েছে ‘ধ্যাততেরিকি’ ছবিতে। শওকত আলী ইমনের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন কণা ও ইমরান। পর্দায় ঠোঁট মিলিয়েছেন রোশান ও ফারিন।

কবির বকুল কালের কণ্ঠকে বলেন, ‘পরিচালক শামীম আহমেদ রনি ও প্রযোজক আব্দুল আজিজ এমন একটা গান চান যেখানে বিভিন্ন ছবির নাম থাকবে। আইডিয়াটা শুনে ভালো লেগেছিল। রেকর্ডিংয়ের পর গানটি শুনে সবাই প্রশংসা করেছে।’

শওকত আলী ইমন বলেন, “গত বছর কবির বকুল, ইমরান ও কণাকে নিয়ে ‘দিল দিল’ গানটি উপহার দিয়েছিলাম। এর মধ্যে ইউটিউবে গানটির ভিউয়ার এক কোটি পেরিয়েছে। আশা করছি এটিও সবার মন কাড়বে। ”

এমন উদ্যোগকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশংসা করেন। তবে নেতিবাচক মন্তব্যও দেখা যায়। বিশেষ করে গানটিতে ভারতীয় সিনেমার নামের ব্যবহার কোনো কোনো শ্রোতা পছন্দ করেননি।

‘রঙ্গিলা রঙ্গিলা’ গানটি ৩০ মার্চ রাতে ইউটিউবে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ‘ধ্যাততেরিকি’ মুক্তি পাবে পহেলা বৈশাখে।


মন্তব্য করুন