Select Page

মুক্তি পাচ্ছে ‘নায়ক’, পোস্টারে ঘোষণা

মুক্তি পাচ্ছে ‘নায়ক’, পোস্টারে ঘোষণা

ঢালিউডের যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান অনেকদিন পর নির্মাণ করেছেন ‘নায়ক’ নামের নতুন সিনেমা। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন ঢালিউডের বাপ্পি চৌধুরী ও অধরা খান। সিনেমাটির শুটিংসহ সম্পাদনার কাজ শেষ করে সেন্সরে জমা দিলে সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পায়।

শনিবার এ ছবির প্রথম অফিসিয়াল পোস্টারও প্রকাশ হয়েছে। নির্মাতা এম এন ইস্পাহানী বলেন, আসছে ১২ই অক্টোবর ছবিটি মুক্তি দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, এ ছবির কাহিনী, গান ও গল্প দর্শকরা পছন্দ করবেন। ‘নায়ক’ ছবির অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশের আগে ‘এলোমেলো’ শিরোনামের গান ইউটিউবে প্রকাশ করা হয়। এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা।

কোরিওগ্রাফি করেছেন ভারতের বাবা যাদব। যাদুকাঠি মিডিয়ার ব্যানারে ‘নায়ক’ ছবিতে আরো অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, পাপিয়া প্রমুখ।


Leave a reply